Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৭

মৌলিক প্রশিক্ষণ-নবনিযুক্ত সার্কেল অ্যাডজুট্যান্ট

ক।    উদ্দেশ্যঃ  বাহিনীর সকল কার্যক্রম সম্পর্কে অবহিতকরন এবং নেতৃত্ব প্রদানের গুনাবলী ও সড়্গমতা অর্জনসহ অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য দড়্গ করে তোলা।    
খ।    প্রশিক্ষণ স্থানঃ    আনসার-ভিডিপি একাডেমী।          
গ।    প্রশিক্ষণার্থীর সংখ্যাঃ    নিয়োগ সাপেড়্গে সংখ্যা নির্ধারণ করা হবে।    
ঘ।    প্রশিক্ষণার্থীর কোটাঃ   নবনিয়োগপ্রাপ্ত সকল ২য় শ্রেণীর কর্মকর্তা।    
ঙ।    ধাপ, মেয়াদ ও তারিখঃ   ০১ ধাপ। ০৬ মাস। যোগদান সাপেক্ষে তারিখ নির্ধারণ করা হবে। তবে মৌলিক প্রশিড়্গণে যারা ভাল রেজাল্ট করবে, তন্মধ্যে আগ্রহী ও যোগ্য কর্মকর্তাদেরকে পরবর্তীতে গঐঝ কোর্স করার সুযোগ দেয়া হবে।    
চ।    প্রশিক্ষণার্থীর যোগ্যতাঃ  সার্কেল অ্যাডজুট্যান্ট পদে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।    
ছ।    প্রশিক্ষণঃ একাডেমীর ব্যবস'াপনায় (ড্রিল/পিটি/বিভাগীয় প্রশিড়্গক)। প্রয়োজনে একাডেমী বাইরে থেকে ক্যাটাগরি মোতাবেক রিসোর্স পার্সন/প্রশিড়্গকের ব্যবস'া একাডেমী করবেন।    
জ।    ফায়ারিং অনুশীলনঃ    জনপ্রতি .৩০৩ রাইফেল ৫০ রাউন্ড, শটগান ২০ রাউন্ড, ৭.৬২ চায়না রাইফেল ৮০ রাউন্ড, ৭.৬২ এসএমজি ১০০ রাউন্ড, এলএমজি ৭৫ রাউন্ড, এইচএমজি ৭৫ রাউন্ড, পিসত্মল ২০ রাউন্ড এবং মর্টার ০১ টি গোলা।    
ঝ।    সিলেবাসঃ   একাডেমী সিলেবাস প্রণয়ন করে প্রশিড়্গণ পরিচালনা করবেন। তবে সিলেবাসে সচিবালয় নির্দেশমালা-২০১৪, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং ফৌজদারী কার্যবিধির প্রয়োজনীয় ধারাসমূহ অনত্মর্ভূক্ত হতে হবে।    
ঞ।    আর্থিক মঞ্জুরীঃ   বিধি অনুযায়ী টিএ/ডিএ প্রাপ্য হবেন। আনুষঙ্গিক ও সম্মানী খাতে উপ-মহাপরিচালক, আনসার-ভিডিপি একাডেমীর অনুকূলে নির্ধারিত হারে অর্থ বরাদ্দ প্রদান করা হবে।