Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০১৭

বিসিএস কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ

বাংলাদেশ সিভিল সার্ভিসের আনসার ক্যাডারে যোগদানের পর নবীন কর্মকর্তাদের ১৫মান মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক। এ প্রশিক্ষণ কোর্সটি একাডমিতেই পরিচালিত হয়। মৌলিক প্রশিক্ষণ চলাকালে নবীন কর্মকর্তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান অনুষদের আওতায় একটি স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহন করতে হয় যা মাষ্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) নামে পরিচিত।

 

বিসিএস কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণে নিম্নোক্ত বিষয়াদি অন্তভূর্ক্ত থাকেঃ

 • ফিজিক্যাল ট্রেইনিং(পিটি)
 • ব্যাটল পিটি
 • ড্রিল
 • ফিল্ড ক্রাফটস এন্ড ট্যাকটিকস্
 • ফায়ারিং অনুশীলন
 • ৪কি.মি., ৮কি.মি. ও ১৬ কিমি দৌড় অনুশীলন ও পরীক্ষা
 • ৩২ কি.মি হাঁটা টেষ্ট
 • সাঁতার
 • খেলাধূলা
 • রণকৌশল ও ভূমিব্যবহার মহড়া

এমএইচএসপি’র অন্তর্ভূক্ত বিষয়াদিঃ

 • দুই সেমিষ্টারের প্রোগ্রাম
 • ৪৮ ক্রেডিটের ১০টি কোর্স                                                                                                                                
 • ক্লাশ উপস্থান
 • প্রেজেন্টেশন
 • পরিদর্শন
 • কর্মশালা
 • সেমিনার
 • পরীক্ষা
 • গবেষণা