জনাব সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ জানুয়ারী, ২১০৭খ্রি. মাসে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ডান্ট হিসেবে যোগদান করেন। তিনি ২১ জানুয়ারী ১৯৮৬খ্রি. তারিখে বাংলাদেশ সিভিল সার্ভিসে (আনসার ক্যাডার) যোগদান করেন। সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যেমন- বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, মিলিটারী একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি তাঁর চাকুরী জীবনে দুইটি রেঞ্জ, পাঁচটি ব্যাটালিয়ন ও তিনটা জেলা কমান্ড করেন। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি ষ্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।