Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০১৭

একাডেমিতে পরিচালিত প্রশিক্ষণ কোর্সসমূহ

প্রশিক্ষণ মানুষের আচরণ পরিবর্তন করে এবং সেবা পরিবেশের মান উন্নত করে। একটি প্রতিষ্ঠানের সেবা প্রদানের মান ও সক্ষমতা হলো প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের কাজের মানের সমষ্টি। আর প্রত্যেক সদস্যের কাজের মান উন্নয়নের জন্য প্রয়োজন সময়োপযোগি প্রশিক্ষণ ব্যবস্থা। কাজেই প্রশিক্ষণ ব্যক্তির আত্মোপলব্ধি উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করে তার ফলশ্রুতিতেই আসে ঐ প্রতিষ্ঠানের তথা দেশের উন্নয়ন। সময়ের প্রয়োজনে জননিরাপত্তা সেবা ব্যবস্থা কিংবা আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জনগোষ্টিকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি প্রতি প্রশিক্ষণ বর্ষে বাহিনীর পরি কল্পনা অনুযায়ী বিভিন্ন কোর্সে প্রায় নয়-দশ হাজার প্রশিক্ষণার্থিকে প্রশিক্ষণ করে যাচ্ছে। সে মোতাবেক ২০১৬-২০১৭ প্রশিক্ষন বর্ষে এ একাডেমিতে নিম্নবর্ণিত কোর্স সমূহ পরিচালিত হচ্ছেঃ

১.      নবনিযুক্ত সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ডান্ট/ব্যাটালিয়ন উপ-অধিনায়ক (৩৪তম বিসিএস)

২.      নবনিযুক্ত সার্কেল অ্যাডজুটান্টদের মৌলিক প্রশিক্ষণ

৩.      প্রথম ও দ্বিতীয় শ্রনীর কর্মকর্তাদের চাকরি বিধি ও আর্থিক নিয়মাবলী

৪.      প্রথম ও দ্বিতীয় শ্রনীর কর্মকর্তাদের ক্ষুদ্রাস্ত্র প্রশিক্ষণ

৫.      ব্যাটালিয়ন কমান্ড কোর্স

৬.      ইংলিশ ল্যাঙ্গুয়েস কোর্স

৭.      নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকাদের মৌলিক প্রশিক্ষণ

৮.      নবনিযুক্ত মহিলা ব্যান্ড/ ব্যান্ডস ম্যান

৯.      সাধারণ আনসার(পুরুষ) মৌলিক প্রশিক্ষণ

১০.    সাধারণ আনসার বিশেষায়িত প্রশিক্ষণ

 

১১.     এপিসি হতে পিসি (পুরুষ) পদোন্নতি ক্যাডার

১২.    হাবিলদার হতে এপিসি(পুরুষ) পদোন্নতি ক্যাডার

১৩.    নায়েক হতে হাবিলদার(পুরুষ ও মহিলা) পদোন্নতি ক্যাডার

১৪.    ল্যান্স নায়েক হতে নায়েক (পুরুষ) পদোন্নতি ক্যাডার

১৫.    ব্যাটালিয়ন আনসার হতে ল্যান্স নায়েক (পুরুষ) পদোন্নতি ক্যাডার

১৬.    রেজিমেন্টাল পুলিশ(আরপি) প্রশিক্ষণ

১৭.    স্টোর ম্যান টেকনিক্যাল প্রশিক্ষণ

১৮.    ব্যাটালিয়ন আনসার সদস্য-সদস্যাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রশিক্ষণ

১৯.    ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি(পুরুষ ও মহিলা) মটর ড্রাইভিং প্রশিক্ষণ

২০.    মহিলা আনসার ও ভিডিপি সদস্যা আভি কারুপণ্য প্রশিক্ষণ

২১.    ক্রীড়া প্রশিক্ষণ